ভারতের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও রয়েছে তার খ্যাতি।
২০১৫ সালে পুরি জগন্নাথের পরিচালিত 'লোফার' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বি-টাউনে অভিষেক হয় তার। এরপর একাধিক সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেন এ সুন্দরী। তবে এবার ভক্তদের চমকে দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন দিশা।
সম্প্রতি 'হলিগার্ডস' নামক হলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করছেন দিশা পাটানি। যেখানে তিনি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের অভিনেতা টাইরেস গিবসন ও হ্যারি গুডউন্সের বিপরীতে অভিনয় করছেন। বর্তমানে তারা মেক্সিকোর দুরাঙ্গতে শুট করছেন। এরই মধ্যে সিরিজটির বিহাইন্ড দ্য সিনের কিছু ছবি প্রকাশ পেয়েছে ইন্টারনেট দুনিয়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায়, অভিনেতা-অভিনেত্রী প্রাণবন্তভাবে ক্যামেরায় ধারণ করা তাদের অভিনয় প্রিভিউ করছেন।
দিশার হলিউডের এ সিরিজটি তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। পাশাপাশি তিনি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন, যা জনপ্রিয় ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির সিনেমা। আহমেদ খান পরিচালিত এ চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে চলতি বছর।