ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ মিতু নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ( ২১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি মিতু উপজেলার চরনোয়াবাদ ইউনিয়নের বাসিন্দা মো. মোস্তফা হাওলাদারের মেয়ে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. তাজিব ইসলাম জানান, আটককৃত মাদক কারবারি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। বিশেষ কায়দায় ২ টি ব্যাগে বহন করে লক্ষীপুর থেকে লঞ্চ যোগে ভোলায় এনেছিলেন মাদক গুলো। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এমআর