এইমাত্র
  • দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের প্রতিশোধ
  • ঘন কুয়াশায় আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
  • তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ
  • জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ফেরেশতাদের শব্দ রেকর্ড করলো নাসা!
  • হলিউডে অভিষেক হতে যাচ্ছে দিশা পাটানির
  • আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সিন্ডিকেট: জামায়াত আমির
  • বাংলামোটরে বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি
  • কাজ বা জুটি নিয়ে ভাবনা নেই অভিনেত্রী তাসনুভা তিশার
  • না ফেরার দেশে সংগীতশিল্পী মনির খানের বাবা
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    লাইফস্টাইল

    নখের ধরন বলবে আপনি ‍‍‍‍কেমন‍‍‍‍ মানুষ!

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ এএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ এএম

    নখের ধরন বলবে আপনি ‍‍‍‍কেমন‍‍‍‍ মানুষ!

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ এএম

    সব মানুষ দেখতে এক রকম হয় না। মুখের গড়ন, চুলের গড়ন, শরীরের গড়নে বেশ তফাত থাকে। এমনকি হাত ও পায়ের নখেও থাকে ভিন্নতা। ভিন্ন থাকে নখের আকার, নখের গঠন। জানেন কি, নখের সেই আকার, গঠন দেখেই বলা যায় আপনার ব্যক্তিত্ব কেমন। আপনি কেমন মানুষ। কেমন আপনার চরিত্র আর ব্যক্তিত্ব।

    মানুষকে বাইরে থেকে চেনা যায় না। তবে নখের ধরন দেখে বুঝতে পারবেন সেই মানুষটি কেমন। বলা যায়, মানুষের ভেতরের কিছুটা পরিচয় পাওয়া যাবে তার নখের গড়ন দেখেই। কীভাবে তা জানেন? চলুন জেনে আসি।

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লম্বা নখের অধিকারী মানুষরা মনোযোগী এবং সৃজনশীল হন। তারা শিল্পমনা এবং কল্পনাপ্রবণ।- জীবনে সৌন্দর্য এবং পরিশীলন পছন্দ করে। অতিরিক্ত চিন্তাভাবনা বা বিশ্লেষণপ্রবণ হতে পারে। তারা ছোটো ছোট বিষয়ে মনোযোগ দেয়। তবে তারা খুব আবেগপ্রবণ। তারা সহানুভূতিশীল এবং বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে যত্নশীল হয়ে থাকেন।

    যাদের নখ চওড়া হয়, তারা বাস্তববাদী এবং সোজাসাপ্টা হন। তাদের অধিকাংশই যুক্তিসম্পন্ন এবং বাস্তবিক চিন্তাভাবনার অধিকারী। তাদের মধ্যে ভালো যোগাযোগ দক্ষতা রয়েছে। তারা প্রায়ই সরাসরি কথা বলতে পছন্দ করেন। তারা দক্ষতা এবং বাস্তবতার মূল্য দেয়। তারা নির্ভরযোগ্য হোন। সেই সঙ্গে বাস্তববাদীও বটে।

    বর্গাকৃতির নখের অধিকারী মানুষরা ভারসাম্যপূর্ণ হয়ে থাকেন। তারা স্থির প্রকৃতির। তারা দৃঢ় এবং নির্ভরযোগ্য ব্যক্তিত্বের হন। স্থিতিশীলতা এবং দৃঢ়তা তাদের স্বভাবের অন্তুর্ভুক্ত। তারা চাপের মধ্যেও নিজেদের সামলে রাখতে পারেন।

    গোলাকার বা ডিম্বাকৃতির নখ যাদের রয়েছে, তারা কোমল ও শান্ত স্বভাবের হন। তাদের স্বভাব হয় নমনীয়, শান্তিপ্রিয়। তারা সামাজিক এবং সহজ প্রকৃতির মানুষ। অন্যের সহযোগিতা করতে সব সময় এগিয়ে থাকেন।

    কারও নখ আবার বাদামাকৃতিরও হয়। তারা উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ়প্রতিজ্ঞ মানুষ হন। অনেকটাই মার্জিত এবং পরিশীলিত হয়ে থাকেন। তারা লক্ষ্যনির্ভর এবং সাফল্যের দিকে এগিয়ে থাকেন। তারা উন্নত রুচির অধিকারী এবং লক্ষ্য পূরণের জন্য সব সময় কঠোর পরিশ্রম করে।

    যাদের নখ ছোট হয় তারা আবেগপ্রবণ হয়ে থাকেন। কিন্তু কখনো কখনো অধৈর্য বা উদ্বিগ্নও হন। তারা সৎ স্বভাবের হয়ে থাকেন। জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নির্ভেজাল। তারা সত্য এবং দক্ষতাকে মূল্য দেয়। তারা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকেন।

    যাদের নখ অসম বা কামড়ানো থাকে তারা নিখুঁত প্রকৃতির হন। তারা অতিরিক্ত চিন্তাভাবনা বা চাপপ্রবণ মানসিকতায় ভোগেন। সৃজনশীল এবং সমস্যা সমাধানে এরা পারদর্শী। তারা গভীরভাবে চিন্তাশীল হন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…