এইমাত্র
  • চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ বেক্সিমকোর শ্রমিকদের, তিন গাড়িতে আগুন
  • সীমান্ত নিয়ে বিজিবি-বিএসএফের চার সিদ্ধান্তে কী আছে?
  • ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে: রুবিও
  • তুরস্কে হোটেলে আগুন: ৪৫ মিনিটে সব শেষ, নিহত বেড়ে ৭৬
  • সাইফের ওপর হামলাকাণ্ডে মহারাষ্ট্রে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
  • শুরু হচ্ছে পারিবারিক বিনোদনের শো, উপস্থাপনায় তাহসান খান
  • যুক্তরাষ্ট্রের ২২ অঙ্গরাজ্যে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা
  • গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই: আমীর খসরু
  • আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত
  • কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    লালমনিরহাটে শিয়ালের আক্রমণে আতঙ্কিত পৌরবাসী' আহত ৯

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

    লালমনিরহাটে শিয়ালের আক্রমণে আতঙ্কিত পৌরবাসী' আহত ৯

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

    দিন দিন বনায়ন কমে যাওয়া ও খাদ্যের সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। আর প্রতিনিয়ত শিয়ালের আক্রমণে আহত হচ্ছে গৃহপালিত পশুসহ সকল বয়সের মানুষ। গত কয়েকদিনে লালমনিরহাটে শহরের শিয়ালোর আক্রমণে গুরুতর আাহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ৯ জন। এর মধ্যে একজনের অন্ডকোষ এবং একজনের কান ছিঁড়ে নেওয়ার খবর জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    সোমবার (২০ জানুয়ারী) দ্বিবাগত রাত ৯টার দিকে একইসময় শহরের সার্কিট হাউজ - পুলিশ লাইন এলাকায় ও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী, লালমনিরহাট শহরের সার্কিট হাউজের পুলিশ লাইন সংলগ্ন মোটরসাইকেল মেকানিক্স সাইদুল ইসলাম জানান, তার দোকানের সামনেই একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে পথচারী যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এ সময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দিয়েছে। পরে তিনি ও তার দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারিনি। পরে চতুর শিয়ালটি লোকজন দেখে লোকালয়ের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিয়ালটি বাহির হয়ে আবার লোকজনকে আক্রমণ করে। এভাবে অনেক সময় ধরে শিয়ালটি মানুষের সাথে লুকোচুরি খেলা খলতে থাকে। শিয়ালটি আবার কখন লোকজনকে আক্রমন করে সেই শঙ্কায় জেলা শহরের মিশনমোড়, সার্কিট হাউজ ও পুলিশ লাইন এলাকার লোকজন আতঙ্কে আছে।

    তিনি আরও জানান, ইতিমধ্যে শচিন নামে শ্রমিক নেতার অন্ডকোষ ও মোখলেস নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়ালটি। পরে তাদের হাসপাতার নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থায় তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

    শিয়ালের কামড়ে আহত ট্রাক শ্রমিক জেমস্ পিটার শচিন জানান, জেলা শহরের হাড়িভাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউজের সামনে দিয়ে মিশনমোড় যাচ্ছিলেন তিনি। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমন করে। এ সময় শিয়ালটি তার অন্ডকোষের কিছু অংশ কামড়ে ছিড়ে নিয়ে যায়। নিজেকে রক্ষা করতে শিয়ালের সাথে অনেক সময় ধরে যুদ্ধ করতে হয় তাকে। পরে একজন পথচারী লাঠি নিয়ে এলে শিয়ালটি পালিয়ে যায়। এরমধ্যেই তার শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয় শিয়ালটি। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    জেলা ট্রাক ও ট্র্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল হোসেন বলেন, ট্রাক শ্রমিক শচিন শিয়ালের কামড়ে গুরুতর আহত হয়েছেন। তার অন্ডকোষের অর্ধেক অংশ শিয়াল ছিড়ে নিয়ে গেছে। সে এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

    সেনামৈত্রী বাজারের মোবাইল ব্যবসায়ী সাব্বির আহমেদ জানান, আমরা কয়েকজন একত্রিত হয়ে শিয়ালটিকে মারতে গেলে শিয়ালটি তাদেরকেও আক্রমন করতে আসে। শিয়ালের কামড়ের ভয়ে ও হিংস্রতার কারনে সড়কের লোকজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে চলে যান। এরমধ্যেই শিয়ালটি একটি শিশুসহ একে একে শহরের অনেককে কামড়ে দেয়।

    লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী জানান, আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছে। এদের মধ্যে আলিফ নামে একজন শিশুও আছেন। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও আরও ৫/৬ জন পথচারীকে শিয়াল কামড়িয়েছে বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু তারা হাসপতালে চিকিৎসা নিতে আসেননি।

    লালমনিরহাট বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক জানান, খাবার সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। লোক মারফত জানতে পারলাম ৯/১০ জন পথচারীকে শিয়াল কামড়ে আহত করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। তারা জনগনের নিরাপত্তার বিষযটি দেখছেন। হিংস্র শিয়াল গুলোকে পকড়াও করার জন্য আমাদের লোকজকও তাদের সাথে একত্রে কাজ করছেন বলেও তিনি জানান।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…