নানা নাটকিয়তায় ৮ ঘণ্টা পরও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ব্যক্তিগত লকার খুলতে পারেনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৭ সদস্যের দল।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ৭টার পর্যন্ত ওই লকার খোলা হয়নি বলে জানা গেছে।
এর আগে বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হয়। এরপর লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে মিটিং সম্পন্ন হয়।
জানা যায়, দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে যায়। এরপর একটি মিটিং সম্পন্ন হয়। সন্ধ্যা হলেও নানান নাটকীয়তায় দুদক প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকেই অবস্থান করছে। ৮ ঘণ্টা পরও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ব্যক্তিগত লকার খুলতে পারেনি তারা।
দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ জানুয়ারি এসকে সুরের ধানমণ্ডির বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে চার কোটি টাকার ফিক্স ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে সংস্থাটি। সেখানেই বাংলাদেশ ব্যাংকে তিনটি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক।
পিএম