চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের লাঠিপেটার ঘটনা যাতে আর না ঘটে, এ বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির এই কথা বলেন।
জামায়াত আমির ফেসবুকে লেখেন, ‘চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়নি।
শফিকুর রহমান আরও লেখেন, ‘ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যদি শৃঙ্খলার মধ্যে থেকে ন্যায্য দাবি পেশ করে, তার দাবিটা শোনাও সংগত। শক্তি প্রয়োগের সংস্কৃতি খুব ভালো ফল বয়ে আনে না।
আজ দুপুরে শাহবাগে পুলিশের লাঠিপেটায় অন্তত ৬ শিক্ষক আহত হন। তারা হলেন আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ ও মারুফা আক্তার (২৫)। তারা ইবতেদায়ি শিক্ষক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এফএস