ঝালকাঠিতে নির্বাহী আদালতের বিচারকের অসৌজন্যমূলক আচরন করার অভিযোগ তুলে আদালত বর্জনের ঘোষনা দিলো আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মাহেব হোসেন স্বাক্ষরিত আদালত বর্জনের সিদ্ধান্তটি নোটিশ আকারে ২৬ জানুয়ারি প্রকাশ করা হয়। ঐ নোটিশের একটি কপি সংগ্রহ করেছে এ প্রতিবেদক।
তাতে উল্লেখ রয়েছে, "একাধিক আইনজীবীর সাথে ২৬ জানুয়ারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবিরুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয়/চতুর্থ শ্রেনীর কয়েকজন কর্মচারী আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
ঘটনার পরে জেলা আইনজীবী সমিতির কার্য্যকরী পরিষদের জরুরী সভা করে ২৭ জানুয়ারি থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের সকল কার্য্যক্রমে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়।"
এমআর