পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) বাস্তবায়ন চান শিক্ষার্থীরা।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে অনুষ্ঠিত "পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫" শীর্ষক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এ সভায় পরিবেশ পরিষদের সদস্যসচিব প্রক্টর এ কে এম রাশিদুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, ট্রেজারার মো. আবদুর রব ও সকল বিভাগীয় ছাত্র সংসদের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হোক। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করবে।
তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে জাকসু নির্বাচনের নূন্যতম যে সংস্কার দরকার ছিল, সেটা হয়েছে। তাছাড়া প্রশাসন যে সমস্যা গুলোর কথা বলছে সেগুলো আগামী ২১ দিনের মধ্যে সংস্কার করে নির্বাচন আয়োজন করা সম্ভব।
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ছাত্র সংসদের সহ-সভাপতি সোহেল আহমেদ বলেন, জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বড় অংশীজন। এখানে অসাধারণ শিক্ষার্থীদের হস্তক্ষেপে জাকসু বিলম্বিত হোক, তা চাইনা। জাকসু আমাদের প্রাণের দাবি। দ্রুততম সময়ের মধ্যে জাকসু বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই'।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এ লক্ষ্যে গত ৩১ ডিমেম্বর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রশাসন। পরে ১১জানুয়ারি খসড়া ভোটার তালিকা, ২১ জানুয়ারি পরিবেশ পরিষদ ও ২৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এছাড়া রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
পিএম