কক্সবাজার টেকনাফে বন বিভাগে কর্মরত সদস্যরা সাবরাং এলাকা থেকে মেছো বাঘের পাঁচটি শাবক উদ্ধার করেছে।
সুত্রে জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড অন্তর্গত মগপাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে মেছো বাঘের এই ৫টি শাবক উদ্ধার করতে সক্ষম হয়।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে টেকনাফে উপকুলীয় এলাকায় কর্মরত রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ সময়ের কন্ঠস্বরকে বলেন, সাবরাং মগপাড়া এলাকার বাসিন্দা সাবেক মেম্বার নজির আহাম্মদ'র বসত বাড়ির পাশ্ববর্তী বাগানে ৫টি মেছো বাঘের শাবক দেখতে পায়।
বিষয়টি বাড়ীর মালিক আমাদের অবিহিত করলে, বনবিভাগের কর্মরত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাঘের শাবক গুলো উদ্ধার করতে রেঞ্জ অফিসে নিয়ে আসে।
এরপর কক্সবাজার বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার করা মেছো বাঘের ৫টি শাবককে উদ্ধার করে অত্র উপজেলার গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এআই