এইমাত্র
  • রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়নের ঘরে
  • আলাদা কাঠামোতে চলবে সাত কলেজ: ঢাকা কলেজ অধ্যক্ষ
  • পটুয়াখালীতে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ক্রোয়েশিয়ার শ্রমবাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ
  • হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে
  • ৮ বছর পর আফগানিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • তেঁতুলিয়ায় প্রকৌশলীর বিচারের দাবিতে মানববন্ধন
  • কুমিল্লার তিন উপজেলায় একদিনে ৩ জনের লাশ উদ্ধার
  • তিন দশক পর পাকিস্তানের মাটিতে উইন্ডিজের টেস্ট জয়
  • ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক, যেসব বিষয়ে একমত
  • আজ সোমবার, ১৪ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫
    আন্তর্জাতিক

    গাজায় প্রাণহানি ৪৭ হাজার ৩০০ ছাড়াল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১৬ এএম

    গাজায় প্রাণহানি ৪৭ হাজার ৩০০ ছাড়াল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১৬ এএম

    দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৭ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

    রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে আরও ১৪ জনের লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা ৪৭ হাজার ৩০০ ছাড়িয়ে যায়। নিহতদের মধ্যে পাঁচজন তাদের আঘাতের কারণে মারা গেছে এবং ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন চারজন।

    মন্ত্রণালয় আরও বলেছে, হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮৩ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

    এদিকে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের আপাতত অবসান ঘটলেও ভূখণ্ডটিতে ইসরায়েলি আক্রমণে নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।

    আরইউ

    জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…