প্রতিদিন বন্দর থেকে ২ থেকে ৩ কোটি টাকার চাঁদা তোলা হয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিগত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, ‘প্রতিদিন বন্দর থেকে ২ থেকে ৩ কোটি টাকার চাঁদা তোলা হয়। তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এটি অনেকটাই কমে গেছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করেছে। ট্রেড ইউনিয়ন আইনি কাঠামোতে আনা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার থেকে শ্রমিকদের সহায়তা দেওয়ায় তাদের আস্থা বেড়েছে মন্ত্রণালয়ের ওপর।’
বেক্সিমকো প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘বেক্সিমকোর শ্রমিকদের বেশিরভাগই বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছে। বেক্সিমকোর শ্রমিকদের সব ধরনের পাওয়া দিয়ে দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠান বন্ধ ও বেকার হয়েছে শ্রমিকেরা, তবে সেটা কম। কিছু গার্মেন্টস মালিক দেনা–পাওনা মেটাতে না পেরে পালিয়ে গেছে।’
এইচএ