ময়মনসিংহে ফয়সাল আহমেদ রিগান হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সামাজিক সংগঠনের সদস্যরা।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর চরপাড়া মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। কর্মসূচি চলাকালে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকারীদের নাম ও ছবি প্রকাশ করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। মানববন্ধনে নিহতের স্বজনরা অভিযোগ করেন, ফয়সাল আহমেদ রিগানকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচির একপর্যায়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে মানববন্ধনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডটি ছিল নৃশংস ও পরিকল্পিত। দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। খুনিদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
ব্যানারে উল্লেখিত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর চরপাড়া কফিক্ষেত এলাকায় ফয়সাল আহমেদ রিগানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে একাধিক আসামি পলাতক রয়েছেন বলে অভিযোগ স্বজনদের। ব্যানারে যাদের নাম উল্লেখ করা হয়, তারা হলেন আকিব, নাজমুল, জিহাদ, হৃদয়, সেলিম, অন্তর, রাহাত, তারেক, রিজভি, দিগন্ত, ইমরান ও সৌরভ।
এসআর