অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে চ্যালেঞ্জার ট্রফির শিরোপা জিতেছে বাংলাদেশ দল। ৯ গোলের দারুণ নাটকীয়তায় ভরপুর ম্যাচে অস্ট্রিয়াকে ৫–৪ ব্যবধানে হারিয়ে এই সাফল্য অর্জন করে লাল–সবুজেরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আমিরুল ইসলাম করেন টুর্নামেন্টে তাঁর পঞ্চম হ্যাটট্রিক।
প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলকে নিয়ে আন্তর্জাতিক হকি সংস্থা স্থান নির্ধারণী পর্বে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে। সেখানে ১৭তম স্থানের লড়াইয়েই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সোমবার (৮ ডিসেম্বর) ভারতের মাদুরাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলামের সজোর শটে সামনে আসে প্রথম গোল।
দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবার পেনাল্টি কর্নারটি নেন হুজায়ফা, আর তাঁর শটে দলের লিড দাঁড়ায় ২–০। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দল।
তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোল বাংলাদেশকে আরও এগিয়ে দেয় (৩–০)। এই কোয়ার্টারে আরেকটি পেনাল্টি কর্নার পেলেও দল গোল পায়নি। তবে ৪৪তম মিনিটে অস্ট্রিয়ার লোসোঙ্কি ব্যবধান কমিয়ে দেন।
শেষ কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাটট্রিক পূরণ করলে ম্যাচে বাংলাদেশ দৃঢ়ভাবে এগিয়ে যায়। তবে পরপর তিন গোল করে অস্ট্রিয়া লড়াইয়ে ফিরে আসে এবং ম্যাচ ড্র হওয়ার শঙ্কা তৈরি হয়। তবুও শেষ মুহূর্তে চাপ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখন আমিরুল ইসলাম। তাঁর পাঁচটি হ্যাটট্রিক এবারের আসরের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৩–৫ গোলে হারে বাংলাদেশ। এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩–৩ ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে গতবারের রানার্সআপ ফ্রান্সের কাছে ২–৩ গোলের হার দলকে শীর্ষ ষোলো থেকে দূরে রাখে।
প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয়লাভ করে। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। অস্ট্রিয়ার বিপক্ষে ছিল স্থান নির্ধারণীর শিরোপা লড়াই। এই ম্যাচেও রোমাঞ্চকর জয় তুলে নিয়ে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
আরডি