ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এজমা, হৃদরোগ ও ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে যেতে সৌদি সরকার বারণ করেছে। তাই ধর্ম মন্ত্রণালয়ও এই রোগীদের হজে যাওয়ার অনুমতি দেবে না।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও জানান, হজ্ব ব্যবস্থাপনা সহজ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে যেখানে সিন্ডিকেট কাজ করত, বর্তমানে সেখানে কোনো অনিয়মের সুযোগ নেই। ধর্ম মন্ত্রণালয় স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে এবং হাজিদের জিম্মি করার প্রবণতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। গত বছর মন্ত্রণালয়ের তত্বাবধানে হজিদের বাড়ি ভাড়াসহ সকল ব্যবস্থা সম্পন্ন করে সাড়ে আট কোটি টাকারও বেশি টাকা হাজিদের ফেরত দেয়া হয়েছে।
বয়স্কদের জন্য হজ পালন কঠিন হওয়ায় ধর্ম উপদেষ্টা তাদের হজে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘হজ্ব অনেক পরিশ্রমের কাজ, যা বয়স্কদের জন্য কষ্টসাধ্য।’
ধর্ম উপদেষ্টা আরও উল্লেখ করেন, হজ্বের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে এবং হাজিদের জন্য সর্বোচ্চ কম খরচে হজ পালনের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
উক্ত অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইখা/আরআই