এইমাত্র
  • সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন: ইসি সচিব
  • যেভাবে গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করা হয়
  • বার্নাব্যুতে আজ সিটি-রিয়াল মহারণ
  • এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদন শুরু ১৫ ডিসেম্বর
  • জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বিজয় দিবস উপলক্ষে লঘু অপরাধে আটক ৫ বন্দিকে মুক্তির আদেশ
  • নরসিংদীর রায়পুরায় সংঘাত বন্ধে কম্বিং অপারেশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • এজমা, হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্তরা হজের অনুমতি পাবেন না: ধর্ম উপদেষ্টা
  • গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই: তারেক রহমান
  • ঢাকা-৯ আসন থেকে লড়বেন ডা. তাসনিম জারা
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শ্রীপুরে কারখানা গেটের সামনে বিক্ষুব্ধ শ্রমিক, মালিকপক্ষ উধাও

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

    শ্রীপুরে কারখানা গেটের সামনে বিক্ষুব্ধ শ্রমিক, মালিকপক্ষ উধাও

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

    গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া টেংরা এলাকায় অবস্থিত ক্যাটেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কারখানার প্রায় ৪০০ শ্রমিক শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

    বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। শ্রমিকদের অভিযোগ, তারা নিয়মিত কাজে যোগ দিলেও গত দুই মাস ধরে কোনো বেতন পাননি। বেতন পরিশোধের বিষয়ে বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

    অবস্থানরত শ্রমিক লিটন সরকার বলেন,আমরা দিনমজুর মানুষ। বেতন না পেলে পরিবার নিয়ে কীভাবে চলব অনেক শ্রমিক পরিবারসহ মানবেতর জীবনযাপন করছে।

    শ্রমিক ফাহাদ ইসলাম বলেন,গত মাসের ২৫ তারিখে বেতন দেওয়ার কথা ছিল। পরে বলেছিল আজ দেওয়া হবে। কিন্তু সকালে এসে দেখি ফ্যাক্টরির ফটকে তালা। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি।

    শ্রমিক সুমাইয়া বলেন, আমাদের তিন মাসের বাসা ভাড়া বকেয়া। দোকানদার আর বাকি দিচ্ছে না। হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। তিন মাসের বেতন না পাওয়ায় বাসা ভাড়া ও দোকানের বিল দিতে পারছি না।

    এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…