ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নূর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল ডিফেন্সের অধিদপ্তরে পরিচালক তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরো ২৪ ঘন্টা সময় লাগবে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ৮ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, জাবালে নূর টাওয়ারের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাঁচটি ভবনের বেজমেন্টে আগুন ছড়ানোর তথ্য পাওয়া গেছে। এসব ভবনের মধ্যে দুটি ১০ তলা, দুটি পাঁচ তলা এবং একটি তিনতলা ভবন রয়েছে।
আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিল্ডিং কোড অনুসরণ না করায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন ছড়িয়ে পড়ার বড় ধরনের আশঙ্কা নেই। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
আরডি