এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

    ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পিএম

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকে আলাদা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। নির্বাচন ঘোষণার পরপরই এ ধরনের হামলা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

    শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১০ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ধরন দেখে এটি পেশাদার শ্যুটারের কাজ বলেই মনে হচ্ছে।’

    দীর্ঘ প্রায় ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং তার নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে সরকারকে বারবার আহ্বান জানানো হয়েছে।

    তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আলাদা করে আলোচনা হয়নি। তবে বিষয়টি দলের কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে।

    তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, কোনো আশঙ্কাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

    জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতভেদ ও বিতর্ক থাকলেও এমন কিছু করা হবে না, যাতে ঐক্যে ফাটল ধরে। আমাদের চেতনা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা। এই জায়গায় কোনো আপস নেই।

    তিনি আরও বলেন, সহিংসতা ও হামলার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড দিয়ে গণতন্ত্রের পথ রোধ করা সম্ভব হবে না।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…