এইমাত্র
  • ‘ডামি’ ভোটের প্রার্থীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি
  • আইপিএলে পুরো সিজনে মুস্তাফিজের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
  • মনোনয়ন দেবে জাতীয় পার্টি, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায়
  • গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
  • আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
  • নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

    নোবিপ্রবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিটিসি ২০২৫)’ ও এমআইএস ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ও এমআইএস নেট এর যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।

    বুধবার (১৭ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রহুল আমিন অডিটোরিয়ামে সকাল দশটায় এই সেমিনার আরম্ভ হয়। সেমিনারের আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক, সহযোগী অধ্যাপক ড. এস কে হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক তন্ময় দে, ত্রিসা সাহা, মোঃ শাহরিয়ার সেতু, ইসরাত জাহান শিথি। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এমআইএস নেট'র সভাপতি ও সেমিনারের অর্গানাইজিং চেয়ার মোঃ আবু সাঈদ।

    আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সেমিনারে কি-নোট স্পিকার উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের জোনাল হেড জনাব কাজী মোহাম্মদ জিয়াউল করিম, রবি আজিয়াটা লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেট অপারেশন) মো. মুনজুর মোর্শেদ, ওয়েব ফন্টেইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার দীপেশ বণিক, সিনেসিস আইটি পিএলসির হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট মইনুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের আইটি বিভাগের ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান নূর।

    ক্যারিয়ার, ব্যবসা এবং তথ্য প্রযুক্তির নেতৃবৃন্দকে একত্রিত করার লক্ষ্যে আয়োজিত দুইদিন ব্যাপী এই সম্মেলনের প্রথমদিনে এমআইএস ডে-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, কেস প্রতিযোগিতা, দাবা, এক্সটেম্পোর স্পিচসহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা। সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা এসময় একাডেমিয়া ও শিল্পের সংযোগ ও সহযোগিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। যা সমসাময়িক সমস্যা এবং ব্যবসা, প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার উদীয়মান প্রবণতাগুলিকে মোকাবেলা করবে বলে আশা আয়োজকদের।

    অনুষ্ঠানে এমআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, দেশ-বিদেশের গবেষক, একাডেমিশিয়ানরা অংশগ্রহণ করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…