এইমাত্র
  • শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে আন্তর্জাতিক সম্মাননা পেলেন জহিরুল ইসলাম
  • ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো হাজারীবাগের ট্যানারির আগুন
  • শারীরিক প্রতিবন্ধী রনি এখন সফল উদ্যোক্তা
  • নেত্রকোনায় গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরুর মৃত্যু
  • ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫
  • কুয়াকাটায় পর্যটন মেলা কেন্দ্র করে পর্যটকদের উপচে পড়া ভিড়
  • পঞ্চগড়ে ভুয়া ডিবি চক্রের দুই সদস্য আটক
  • শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ: রিজভী
  • সখীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
  • ফুল বিক্রির সঙ্গে এবার পড়াশোনাও চালিয়ে যাবে আমেনা-মাইমুনা
  • আজ শনিবার, ৫ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    কুয়াকাটায় পর্যটন মেলা কেন্দ্র করে পর্যটকদের উপচে পড়া ভিড়

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

    কুয়াকাটায় পর্যটন মেলা কেন্দ্র করে পর্যটকদের উপচে পড়া ভিড়

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

    কুয়াকাটা মাস ব্যাপী পর্যটন মেলা ও সাপ্তাহিক দুই দিনের ছুটি সৈকতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদের তথ্য অনুযায়ী, কুয়াকাটার প্রায় ৮০% হোটেল ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে।

    শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার আয়োজন চলছে। এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় পণ্যের প্রদর্শনী এবং বিনোদনের বিশেষ আয়োজন রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করছে।

    শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে কুয়াকাটার শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পটে পর্যটকদের আনাগোনা চোখে পরার মতো। আগত পর্যটকরা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠছেন। আবার কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ডেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া কুয়াকাটার পশ্চিমে সমুদ্র পথে ফাতরার বন,, লাল কাঁকড়ার চর, , শুটকি পল্লী, সোনাকাটা ফকিরহাট এবং সমুদ্রের মাঝখানে জেগে ওঠা অতিথি পাখি ও লাল কাঁকড়া সমহর বিশিষ্ট চর বিজয় ভ্রমণ পিপাসু পর্যটকের উপস্থিতি লক্ষ্য করে গেছে।

    ঢাকা থেকে আগত পর্যটক মেহেদী মিরাজ বলেন, “কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। কুয়াকাটা মাসব্যাপী পর্যটন মেলা চলছে, ডুকলাম বেশ ভালোই লাগছে। সার্কাস সহ অনেক বাচ্চাদের বিনোদনের সুযোগ আছর বেশ আনন্দ পাওয়া যাচ্ছে।

    স্থানীয় পর্যটন ব্যবসায়ী মো. জাকির হোসেনসহ অনেকেই জানিয়েছেন, পর্যটকদের চাহিদা মেটাতে হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন সেবা খাতগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে অনেক পর্যটরের আগমন হয়েছে আমাদের বেচাকেনা অনেক ভালো।

    এ বিষয়ে মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াক এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য মাসব্যাপী আমরা পর্যটন মেলার আয়োজন করেছি। এখানে বাচ্চাদের নিয়ে ভালো একটি সময় পার করতে পারবে। এবং বড়দের জন্য সার্কাস সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রাখাইনদের বিভিন্ন ঐতিহ্য এখানে প্রদর্শনী হচ্ছে। যা উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছে।

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা সকল পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…