এইমাত্র
  • শিক্ষা ও সাক্ষরতার উন্নয়নে আন্তর্জাতিক সম্মাননা পেলেন জহিরুল ইসলাম
  • ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো হাজারীবাগের ট্যানারির আগুন
  • শারীরিক প্রতিবন্ধী রনি এখন সফল উদ্যোক্তা
  • নেত্রকোনায় গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরুর মৃত্যু
  • ময়মনসিংহে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫
  • কুয়াকাটায় পর্যটন মেলা কেন্দ্র করে পর্যটকদের উপচে পড়া ভিড়
  • পঞ্চগড়ে ভুয়া ডিবি চক্রের দুই সদস্য আটক
  • শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ: রিজভী
  • সখীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
  • ফুল বিক্রির সঙ্গে এবার পড়াশোনাও চালিয়ে যাবে আমেনা-মাইমুনা
  • আজ শনিবার, ৫ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় শিশুকে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

    বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় শিশুকে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

    কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় দুই শিশুকে মারধর ও পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বুড়িচং থানার পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷ এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানকে অভিযুক্ত করে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দুই শিশুর মা শামছুন নাহার তানিয়া (৩৫)।

    অভিযোগসূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে বুড়িচং থানার পূর্ব পাড়া এলাকার বাসিন্দা মোঃ নজির আহম্মেদের দুই মেয়ে মিফতাহুল মাওয়া (০৪) এবং গালিবা সুলতানা (১০) বালি নিয়ে খেলা করছিলেন ওই এলাকার মো. শাহ জাহান (৫০) এর বাড়ির সামনে। এসময় একই এলাকার বাসিন্দা ও তাদের প্রতিবেশী মো. শাহ জাহান (৫০) পূর্ব শত্রুতার জেরে নজির আহমেদের ছোট মেয়ে মিফতাহুল মাওয়াকে এলোপাতাড়ি মারধর করে এবং কোলে তুলে পুকুরে ফেলে দেয়। এসময় গালিবা চিৎকার করলে শাহ জাহান তাকেও মারধর করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শাহজাহান পালিয়ে যায়। পরে স্বজনরা আহত দুই শিশুকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মিফতাহুল মাওয়ার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

    এ বিষয়ে জানতে চাইলে জেলা সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, অভিযুক্ত শাহ জাহানের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার জন্য শাহ জাহানকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বুড়িচং থানার ওসিকে নির্দেশ দিয়েছি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…