রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজারে একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিত তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ২টার কিছু সময় আগে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিরেক্টর (অপারেশনস) লে. কর্নেল তাজুল ইসলাম জানান, ভবনটির প্রতিটি ফ্লোরে দাহ্য পদার্থ আছে। প্লাস্টিক, চামড়া, কাপড়, কেমিক্যালসহ নানা সামগ্রী আছে। এজন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।