চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন। সংগঠনটি সম্প্রতি এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছে। এবার তারা শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্যোগ নিয়েছে। চুয়াডাঙ্গা ও চাঁদপুরের বিভিন্ন গ্রামে গিয়ে স্বেচ্ছাসেবকরা কম্বল বিতরণ করেন এবং শীতার্ত মানুষের খোঁজখবর নেন। এ কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল বয়স্ক, নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তি, যাঁরা শীতের কষ্টে ভুগছেন।
সংগঠনের এক স্বেচ্ছাসেবক জানান, 'আমরা চাই শীতের কষ্টে কেউ যেন দুর্ভোগ পোহাতে না হয়। কম্বল বিতরণের পাশাপাশি আমরা তাদের সঙ্গে কথা বলে অন্য প্রয়োজনীয়তার বিষয়েও অবগত হয়েছি, যা ভবিষ্যতে সহায়তার পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে।'
শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের এমন উদ্যোগকে অত্যন্ত মানবিক বলে প্রশংসা করেন।
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগেও ফাউন্ডেশনটি বিভিন্ন দুর্যোগকালীন সহায়তা প্রদান, শিক্ষা সুবিধা নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।