শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও থেমে নেই আশুলিয়ার নূরে কামাল রনি। যেন জীবন যুদ্ধে হার না মানা এক অদম্য সাহসী যোদ্ধা, হুইলচেয়ারে বসে থাকলেও তিনি শুধু নিজেকে নন বদলে দিতে চান পুরা সামাজিক দৃষ্টিভঙ্গিকে।
নুরে কামাল রনি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও সমাজের বোঝা না হয়ে নিজেকে তৈরি করেছেন একজন সফল উদ্দোক্তা হিসেবে। তার প্রতিষ্ঠিত লাভলী ফিজিওথেরাপি সুনামের সাথে কাজ করে যাচ্ছেন সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্য।
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের নুরুজ্জামান এর চার সন্তানের মধ্যে সবার বড় রনি। ২০১১ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে সারাজীবনের জন্য পঙ্গুত্তবরন করেন তিনি।
পরবর্তীতে পুর্নবাসন মূলক চিকিৎসা নেন সাভার সিআরপি থেকে।সেখানে দীর্ঘ ছয় বছর চাকরি করার পরে ২০১৮ সাল থেকে নিজেই প্রতিষ্ঠা করেন লাভলি ফিজিও থেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। প্রতিষ্ঠার পর থেকে প্রতি রমজানে এখানে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য দেওয়া হয় ফ্রী চিকিৎসা। পাশাপাশি সারাবছর অসহায়, প্রতিবন্ধী, ও এতিম শিশুদের জন্য বিশেষ সুবিধা।
এছাড়াও প্রতিবছর শারীরিক প্রতিবন্ধী, এতিম শিশুসহ সমাজের অসহায় মানুষকে সাথে নিয়ে এক বেলা পেটপুরে খাওয়ান তিনি। রনির এ জীবন যাত্রা প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে, জীবন মানে উন্নয়ন ঘটিয়ে স্বাবলম্বী হওয়ার পথে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা নয় সেটি প্রমাণ করেছে রনি।
রনি বলেন, প্রতিবন্ধী সমাজের বোঝা নয় তারা ইচ্ছা করলে সমাজকে পরিবর্তন করে দেখাতে পারে। আমার মতো যত রনি এই সমাজে আছে সবাইকে সুযোগ দিলে সমাজ হবে আলোকিত।
এআই