টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত শুরায়ী নেজামের তাবলীগের সাথীদের হত্যা ও হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শান্তি কার্যকরণ এবং তাদের নিষিদ্ধসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে কিশোরগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বাদ জুমা গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ শীক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফ আলী সোহান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হামলাকারী সাদপন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে আসামিদের গ্রেফতারের কোনো তৎপরতা দেখতে পারছি না এবং অনেক আসামিদের অগ্রিম জামিন দিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, সকল আসামিদের আগামী ৭ দিনের মধ্যে জামিন বাতিল করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং সাদপন্ত্রীদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
এআই