নেত্রকোনার আটপাড়ায় গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরুর মৃত্যু ও দগ্ধ হয়েছে আরও ৩টি গরু।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামের আন্দাপাড়ায় রোকন মিয়া নামের এক ব্যক্তির গোয়াল ঘরে এই আগুন লাগার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী রোকন মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় হঠাৎ করে আমার গোয়াল ঘরে আগুন লাগে, ঘটনাস্থলে ৩টি গরু পুড়ে মারা গেছে, দগ্ধ হয়েছে আরও ৩টি গরু, এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে করে প্রায় পাঁচ লাখটাকার ক্ষতি হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, আগুন লাগার ঘটনাটি মাত্র শুনলাম। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআই