দীর্ঘ ১৪ বছর পর ভারত তিন দিনের ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। এ সফরের শেষ গন্তব্য হিসেবে দেশটির রাজধানী দিল্লিতে যাবেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে চিন্তার বিষয় হলো, চরম বায়ুদূষণে ভুগছে শহরটি। সেই অবস্থা এমন চরম পর্যায়ে যে সেটি এক দিনে ২৭টি সিগারেট খাওয়ার সমান!
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে দিল্লিতে ঘন কুয়াশা পড়ে। কিছু দূরের পথই দেখা যায় না। ঠিকমতো গাড়ি চলাচলও করতে পারছে না। এরই মধ্যে ভারতের আবহাওয়া দফতর ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে শহর জুড়ে।
দিল্লির সর্বনিম্ন তাপমাত্র ৮.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দূষণের পাশাপাশি শহরের বাসিন্দাদের বেড়েছে ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যা। কুয়াশাচ্ছন্ন রাস্তা, মুখে মাস্ক পরা যাত্রী এবং ধোঁয়ায় ঢাকা আকাশের ছবিতে সয়লাব হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর মধ্যেই মেসির ফুসফুসের প্রসঙ্গ সামনে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিমে লেখা হয়েছে, ‘মেসি, তোমাকে দিল্লিতে স্বাগত। শুনেছি তোমার বাঁ পা ৯০০ মিলিয়ন ডলারে বিমা করা আছে। কিন্তু ফুসফুসের কী হবে?’
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতায় পা রাখেন মেসি। সেখানে নিজের ভাস্কর্য উদ্বোধন করেন তিনি। তবে যুবভারতীতে একটি ম্যাচ খেলতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন।
এরপর হায়দ্রাবাদ ও মুম্বাইয়ে দু’টি আলাদা আয়োজনে যোগ দেন মেসি। সেখানে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও অনেক বলিউড তারকার সঙ্গে দেখা হয় তার। এরপরই যান দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল হয়।
আরডি