কি অবাক হচ্ছেন? কিন্তু ঘটনাটি সত্য। বরের বয়স ১০০, কনের বয়স ৯৬। একসঙ্গে তাদের বয়স প্রায় ২০০ বছর। কিন্তু এ বয়সে গাঁটছড়া বেঁধে তাঁরা প্রমাণ করলেন প্রেম চিরন্তন।
হ্যাঁ, ১০০ বছর বয়সে বিয়ে করে তাক লাগালেন প্রবীণ মার্কিন সেনা হ্যারোল্ড টেরেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ‘ডি ডে বীচ’-এ ৯৬ বছর বয়সি প্রেমিকা জিন সয়েলিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। শনিবার ঐতিহাসিক এ বিয়ে সম্পন্ন হয়। খবর: দ্যা গার্ডিয়ান।
ফ্রান্সের নরমন্ডির ক্যারেন্টান-লেস-মারাইস টাউন হলে নব দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন। এ বিয়ের পর যে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয় তাতে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
নবদম্পতিকে অভিনন্দন জানান মাখো। তিনি বলেন, ক্যারেন্টান শহর আপনাদের বিয়ে এবং বিয়ে উত্তর নৈশভোজের আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি।
টেরেন্স বলেন, বিয়ের এ দিনটিকে আমার জীবনের সবচেয়ে সেরা দিন। উৎফুল্ল কনে বলেন, জেনে রাখুন ভালবাসা কেবল তরুণ-তরুণীদের জন্যে নয়,ছোট এ উদ্যোগের মাধ্যমে আমরা এখন প্রজাপতিতে পরিণত হয়েছি।
এফএস