বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ জনগণ। বিশেষ করে গৌরনদী উপজেলার সাবরেজিস্টার অফিসে দলিল করতে গিয়ে দাখিলা/খাজনা রশিদ না দিতে পারায় ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গৌরনদী উপজেলার বার্থী উইনিয়ন ভূমি অফিস টরকী বাসস্ট্যান্ড সদর রোড সংলগ্ন ভূমি অফিসে উন্নয়ন কর অন-লাইন করার পরও সমন্বয় না হওয়ার কারনে দাখিলা পাচ্ছে না ভুক্তভোগী গ্রাহকরা। দাখিলা না পাওয়ার কারনে অনেকে দলিল করতে পারছে না। দাখিলা না পাওয়ার কারনে ব্যাংক লোন থেকে বঞ্চিত হচ্ছেন অনেকই। এছাড়া জমি অধিগ্রহণে বা একোয়ারে দাখিলা না পাওয়ার কারেন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সুবিধাভোগী সেবা নিতে আসা বরিশর আহম্মেদ জানান, কয়েক দিন ধরে দাখিলা কাটাতে এসে দাখিলা পাচ্ছে না তিনি। ৩টা দলিল করতে পারছে না ধানডোবা এলাকা হায়দার আলী, কটকস্থল এলাকার আঃ রহিম তালুকদারসহ আরও অনেকে।
বার্থী ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা রাবেয়া খানম জানান, আমার আইডি পাসওয়ার্ড না থাকার কারনে, আমি গ্রহকদের কাঙ্খিত সেবা দিতে পারছি না।
এইচএ