লেখক, গবেষক, সংবাদ উপস্থাপক এবং অভিধান বিশেষজ্ঞ অধ্যাপক গোলাম মুরশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় লন্ডনের কুইন্স হাসপাতালে মারা গিয়েছেন গোলাম মুরশিদ। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
গোলাম মুরশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের সাবেক অধ্যাপক।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক স্বরোচিষ সরকার কালের কণ্ঠকে জানিয়েছেন, গোলাম মুরশিদ পারকিনসনসহ বার্ধক্যজনিত অন্যান্য রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। আজ লন্ডন সময় সকাল ১১টায় তিনি মারা গেছেন। তাকে এই খবর জানিয়েছেন গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদ।
গোলাম মুরশিদের জন্ম ১৯৪০ সালের ৮ এপ্রিল। তিনি ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর সংবাদ পাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তবে গোলাম মুরশিদ বিশেষভাবে আলোচিত তার ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি’ বইটির জন্য। মাইকেল মধুসূদন দত্ত ও কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে গবেষণার জন্যও তিনি খ্যাতিমান।
২০২১ সালে তিনি ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লন্ডনে অবসর জীবন যাপন করছিলেন।
অধ্যাপক স্বরোচিষ সরকার কালের কণ্ঠকে আরো জানান, গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদ নিজেও ক্যান্সারের রোগী। তিনিও লন্ডনেই রয়েছেন। তবে তাদের সন্তান আমেরিকায় থাকেন।
চেষ্টা করছেন টিকিট কেটে দ্রুত লন্ডন পৌঁছতে। তাঁর লন্ডন পৌঁছার পর সেখানেই তাকে সমাহিত করা হতে পারে বলে জানান স্বরোচিষ সরকার।