এইমাত্র
  • পুলিশে ‘ছাত্রলীগ’ খুঁজতে ৬ বিসিএসে ফের ভেরিফিকেশন
  • মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরপাকড়: বাথরুমের জানালায় আটকা প্রবাসী
  • রাষ্ট্রপতির অপসারণসহ ৩ বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সঙ্গে: হাসনাত
  • রংপুরে জাপার লাঠি মিছিলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না: সারজিস আলম
  • দেশ পচে গেছে, সংস্কার করতে হবে: মান্না
  • রাষ্ট্রপতি ইস্যুতে দলের ভেতরে আলোচনা করে সিদ্ধান্ত দেবে বিএনপি
  • শুধু ছাত্রলীগ যুবলীগ নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে
  • ‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ
  • দেশের প্রেক্ষাগৃহে আসছে 'পুষ্পা টু'-'ভুলভুলাইয়া থ্রি'
  • আজ রবিবার, ১১ কার্তিক, ১৪৩১ | ২৭ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    সাংবাদিকদের ফোন ধরেন না ওসি মোস্তফা!

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪৩ এএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪৩ এএম

    সাংবাদিকদের ফোন ধরেন না ওসি মোস্তফা!

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪৩ এএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিদিনই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। তবে জনগণের জানমাল রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। এমতাবস্থায় অভিযোগ উঠেছে খোদ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান সাংবাদিকদেরও ফোন ধরেন না।

    আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে সংবাদকর্মীরা পুলিশের কার্যকর ভূমিকা বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বক্তব্য জানার চেষ্টা করেও তাঁকে না পাওয়ার অভিযোগ উঠেছে সাংবাদিক মহলে। এ কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকে এ প্রতিবেদক কয়েকবার সংবাদের জন্য বক্তব্য গ্রহণের চেষ্টা চালান কিন্তু ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইতোপূর্বেও তিনি অনেক সাংবাদিকদের ফোন রিসিভ করেননি বলে অভিযোগ রয়েছে মাঠপর্যায়ে।

    প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকলেও তিনি তাঁর তোয়াক্কাই করেন না। শুরু থেকেই এই কর্মকর্তার কার্যক্রম মিডিয়াবান্ধব না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ সংবাদের বক্তব্যও পাওয়া যায় না।

    এ প্রসঙ্গে দৈনিক সাঙ্গুর সাতকানিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন উল্লেখ করে জানান, সরকার যখন তথ্যপ্রবাহ সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে, ঠিক তখনই তথ্য পেতে এ ধরনের বাধার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তাছাড়া ওসি পদটি একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদ। এই পদে থেকে সাংবাদিকদের ফোন রিসিভ না করা খুবই দুঃখজনক।

    তিনি জানান, চোখের সামনে ঘটা বিভিন্ন অপরাধের বিষয়ে জানাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেও কোনো ফল মিলছে না। বেশিরভাগ ক্ষেত্রে ফোনকল রিসিভ করেন না তিনি। এতে করে একদিকে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। অন্যদিকে জরুরি পুলিশি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। সেই সাথে নিউজের জন্য তথ্য পাওয়া ও তা সরবরাহ করতে অতি মাত্রায় যে ভোগান্তি ও কষ্ট হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। একজন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ওসি’র আরও বেশি সজাগ ও যত্নশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…