এইমাত্র
  • চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
  • 'তুফানকে ছাড়িয়ে যাবে', ধামাকার ইঙ্গিত রায়হান রাফির
  • ময়মনসিংহে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই
  • মাকে হত্যার অভিযোগে গ্রেফতার সাদের জামিন
  • মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
  • ভোমরা বন্দর দিয়ে এসেছে ২২ ট্রাক আলু-পেঁয়াজ
  • ভিসা আবেদন শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • সখীপুরে 'ওয়ার্ড মাস্টার' প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • সাইফুল হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন শনাক্ত
  • আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী
  • আজ বুধবার, ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪
    অর্থ-বাণিজ্য

    সুইজারল্যান্ড থেকে আসবে আরও ৫০ হাজার টন গম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

    সুইজারল্যান্ড থেকে আসবে আরও ৫০ হাজার টন গম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

    চলতি অর্থবছরে সুইজারল্যান্ড থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন গম নিয়ে আসবে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই গম আমদানি করতে ব্যয় হবে ১৭১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। এই অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

    বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

    এর আগে ১৩ নভেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। এ হিসাবে আগের থেকে এবার কিছুটা কম দামে গম কিনতে পারছে সরকার।

    বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের নির্ধারিত প্রস্তাবের বাইরে খাদ্য মন্ত্রণালয় থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি আলোচনা করে অনুমোদন দিয়েছে।

    এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের মেসার্স এগ্রো ক্রপ ইন্টান্যাশনাল থেকে ১৭১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। প্রতি মেট্রিক টন গমের মূল্য ধরা হয়েছে ২৮৬.০৮ মার্কিন ডলার।

    এর আগে ১৩ নভেম্বর অনুষ্ঠিত সরকরি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সুইজারল্যান্ডভিত্তিক মেসার্স অ্যাস্টন অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল এসএ থেকে ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয় ২৯২.১৪ মার্কিন ডলার।

    তার আগে গত ৬ নভেম্বর চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় ধরা হয় ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয় ৩০১.৩৮ মার্কিন ডলার।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…