পঞ্চগড়ের দেবীগঞ্জে নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলন করায় ইজারাদারকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তুরাব হোসেন।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় করতোয়া সেতুর পূর্ব-দক্ষিণ দিকে বালু উত্তোলন ও পরিবহনের সময় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় বালু ভর্তি ৬টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তুরাব হোসেন বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ এর খ ধারা অনুযায়ী ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বালু উত্তোলনের জায়গা থেকে নিকটেই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ইজারাদারকে সতর্ক করা হলেও বালু উত্তোলন অব্যাহত ছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র।
এআই