নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারী শাওনের ঘটনায় অভিযুক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এক শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, "যে পুলিশের গুলিতে রাজপথ রক্তাক্ত হয়েছে, তাদের পুরস্কৃত করার মাধ্যমে প্রশাসন জনগণের আস্থা হারাচ্ছে। নারায়ণগঞ্জের যে এসপি শাওনের মৃত্যুর জন্য দায়ী, তাকে শাস্তি না দিয়ে ঢাকায় প্রমোশন দিয়ে আনা হয়েছে। এটি শুধু বর্তমান সরকারের জন্য নয়, ভবিষ্যৎ সরকারের জন্যও বিপজ্জনক হবে।"
গত কয়েক মাসে রাজপথে বিভিন্ন আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিএনপি দাবি করছে, আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ অতিরিক্ত শক্তি ব্যবহার করেছে, যার ফলে একাধিক প্রাণহানি ঘটেছে। শাওনও সেই বলি দেওয়াদের একজন বলে দলটির অভিযোগ।
রিজভীর দাবি, প্রশাসনে "শেখ হাসিনার অনুগত" কর্মকর্তাদের রেখে গেলে গণতন্ত্রকামী সরকারের জন্য ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হবে। তিনি বলেন, "চাঁদাবাজি, সন্ত্রাস এবং হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষক কর্মকর্তাদের পুরস্কৃত করলে আইনশৃঙ্খলা রক্ষার বদলে তা বিশৃঙ্খলা সৃষ্টি করবে।"
অনুষ্ঠানে কৃষক দলের কার্যক্রমের প্রশংসা করেন রিজভী। তিনি জানান, কৃষক দল বাজার দরে কৃষিপণ্য কিনে সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে এবং কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করছে। জনসেবায় দলের এই উদ্যোগগুলোর জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
রিজভী বলেন, "এখন আন্দোলন নেই, কিন্তু বিএনপির কেউ বসে নেই। আমরা প্রতিনিয়ত জনস্বার্থে কাজ করে যাচ্ছি। এই সরকারের দুর্নীতি এবং স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।"
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামসহ দলটির মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএফ