এইমাত্র
  • শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে ২ জেলায়
  • অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো ২০২৫ সালের হজ নিবন্ধন
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে: রাষ্ট্রপতি
  • 'খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা'
  • পরিবারকল্যাণ পরিদর্শিকার মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়ার আদেশ
  • বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
  • ‘পিলখানা হত্যাকাণ্ড দিয়ে আ.লীগের ফ্যাসিস্ট হওয়ার যাত্রা শুরু’
  • বিএনপির হাত ধরেই বাংলাদেশে সংস্কার শুরু হয়েছিল: ফখরুল
  • ১৪ দিনে প্রবাসী আয় সাড়ে ১৬ হাজার কোটি টাকা: ডিসেম্বরে রেকর্ডের প্রত্যাশা
  • এসপির গুলিতে শাওন নিহত: প্রমোশন নিয়ে ক্ষুব্ধ রিজভী
  • আজ রবিবার, ১ পৌষ, ১৪৩১ | ১৫ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    মণিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

    মণিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

    যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

    বোরবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার চালকিডাঙ্গায় সিটি কে আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন যশোর শহরের খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫০) ও মণিরামপুর উপজেলার হরেরগাতী গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল (১৭)। দুর্ঘটনায় হরেরগাতি গ্রামের আজহারুল ইসলামের ইমন (২০) গুরুতের আহত হয়েছেন।

    স্থানীয়রা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২ টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে দুই জন যশোর-চুকনগর সড়কের দিয়ে মণিরামপুর উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। একই সময় আরেকটি মোটরসাইকেল করে আরেকজন যশোর শহরের দিকে আসছিলেন। চালকিডাঙ্গায় সিটি কে আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা তিনজন সড়কের পাশে ছিটকে পড়ে আশাবুল ঘটনাস্থলে নিহত হন। বাকি দুই জন মারাত্মকভাবে আহত হন।

    মণিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলের সংষর্ষে ঘটনাস্থলে আশাবুল নামে একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর মারা গেছেন বলে জানতে পেরেছেন।

    হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে হাফিজুরের মৃত্যু হয়েছে। ইমনের অবস্থা আশঙ্কাজনক।

    মনিরামপুর থানার ওসি নুর মোহাম্মাদ জানান, দুর্ঘটনার খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…