নেত্রকোনায় প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও সংস্কৃতি সুরক্ষায় সবুজ সংহতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি, কৃষি জমি সুরক্ষায় নাগরিক মঞ্চ, সম্মিলিত যুব সমাজ, জনসংগঠন সমন্বয় কমিটির আয়োজনে ও বেসরকারি সংস্থা বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ)-এর সহযোগিতায় বারসিকের কেন্দ্রীয় পরিচালক সৈয়দআলী বিশ্বাসের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য সচিব সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুকুমার সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সবুজ সংহতি সংগঠনের সভাপতি অমলেন্দু সরকার সহ এক কাজ করছি দীর্ঘদিন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভার শুরুতে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী ও পরিবেশ বিষয়ক লেখক ও গবেষক মোঃ অহিদুর রহমান “প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও সংস্কৃতি সুরক্ষায় সবুজ সংহতি বিষয়ক” মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এসময় সভায় উপস্থিত ব্যক্তিরা প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও সংস্কৃতি সুরক্ষায় সমস্যা, প্রতিকার ও করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
এমআর