বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলা পরিষদ চত্তরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সর্বদলীয় ওলামা মাশায়েক ও সর্বস্তরের মানুষ এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে ঈমাম কল্যাণ ফাউন্ডেশন, ওলামা মাশায়েক আইম্মা পরিষদ, হাফেজ ফোরাম, ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।
বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, রিপোর্টার্স ইউনটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ, ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন খান, নুরুজ্জামান প্রিন্স, সাবেক কাউন্সিলর সেলিম রেজা টিটু, আশরাফুজ্জামান রুমি, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সম্পাদক গাজী মো. বায়েজিদ, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নুরুজ্জামান, আমতলী সরকারী কলেজ মসজিদের ইমাম মুফতি মো. সাঈদুর রহমান, মাওলানা মো. আমির হোসাইন প্রমুখ।
বক্তারা একজন সৎ ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্ম্দ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবী জানান। সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এমআর