কেউ দেশের মানুষের ভোট নিয়ে খেললে তার খেসারত তাকে দিতে হবে বলে রাজনৈতিক নেতৃবৃন্দদের সতর্ক করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২৫ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, বিএনপি নির্বাচন চাচ্ছে। এজন্য বার বার তাগিদ দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। সংস্কার তো ৩১ দফার মধ্যেই আছে। কি কি করবো এবং কি হবে- এটা প্রতিশ্রুতির মধ্যে তো আছেই।
অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ দেবে তত দ্রুতই দেশে স্থিতিশীলতা আসবে বলে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, রাজনৈতিক সরকারই পারবে জনগণের চাহিদা মেটাতে। সবাই তো আর পরিপূর্ণভাবে চাহিদা মেটাতে পারবে না, তারপরও একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্যদিয়ে যে সরকার আসবে, সেই সরকারের জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি থাকে, ভোট চাইতে গেলে অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে- জনগণও আশ্বস্ত হয় যে, তারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে।
বিএনপির প্রচার সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণ সকল সময়ই গণতন্ত্রের পক্ষে থেকেছে। যখনই কেউ গণতন্ত্রের বাইরে পদক্ষেপে গেছে, তার ফলাফল কিন্তু ভালো হয় নাই। পাকিস্তানিদের ফলাফলও ভালো হয় নাই, এরশাদও ফলাফল ভালো হয় নাই, মঈনুদ্দিন-ফখরুদ্দীনের ফলাফলও ভালো হয় নাই এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফিনিশিং রেজাল্টও কিন্তু ভালো হয় নাই।
নির্বাচনের প্রস্তুতির জন্য বড় রাজনৈতিক দলের জন্য ৭ দিনই যথেষ্ট বলে মনে করেন টুকু। বলেন, রাজনৈতিক দলের নির্বাচনের প্রস্তুতি জন্য এত সময় লাগে না। নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত দল থেকে কোনো নির্দেশনা নেই বলেও জানিয়েছেন তিনি।
এফএস