বাগেরহাটের মোংলায় হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন অন্তত ৫০ জন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন আরও অনেকেই। হঠাৎ করে ডায়রিয়া রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার এ হাসপাতালের ফ্লোরে জায়গা হচ্ছে রোগীদের। তবে রোগীদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫০ জন রোগী। এ সকল রোগীর মধ্যে রয়েছেন শিশু ও বয়স্করাও। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের রয়েছে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার এক-দুইদিন পর হাসপাতালে আসেন এসব রোগীরা। হাসপাতালে ভর্তি হলেও এখনো অনেকেরই শারীরিক অবস্থার তেমন উন্নতি ঘটেনি।
রোগীদের ভিড়ে বাড়তি চাপে রয়েছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা। দেখা দিয়েছে চরম শয্যা সংকট। ফলে হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন, মূলত পানির সমস্যার কারণেই একসঙ্গে এতো রোগী আক্রান্ত হচ্ছেন। তাই রোগীদের খাবার পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপকূলীয় মোংলায় দীর্ঘদিনের বড় সমস্যা সুপেয় পানি। নিরাপদ পানির সংকটে প্রতিনিয়তই পেটের পীড়ায় আক্রান্ত থাকেন এখানকার মানুষ। তাই নিরাপদ পানির ব্যবস্থা করা এ এলাকার বাসিন্দাদের জন্য এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
এবি