এইমাত্র
  • দেশের মানুষের ভোট নিয়ে খেললে তার খেসারত দিতে হবে: সালাউদ্দিন টুকু
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
  • মোংলায় ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০ রোগী
  • রেমিট্যান্স ডলারের দাম বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক
  • মুন্সীগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি
  • পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি তারকা
  • বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
  • ভারত থেকে আমদানি চালের প্রথম চালান দেশে আসবে বৃহস্পতিবার
  • পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের নিহত বেড়ে ৪৬
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    মুন্সীগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

    মুন্সীগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

    মুন্সীগঞ্জের সিরাজদীখান ও গজারিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (৫৭) ও মঙ্গলবার দিবাগ রাতে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে (৭৭) গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (৫৭) উপজেলার বাসাইল ইউপির চেয়ারম্যান এবং সিরাজদীখান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।

    গ্রেপ্তারকৃত গজারিয়ার ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিক (৭৭)। তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

    পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদীখান উপজেলার ইমামগঞ্জে অভিযান চালায় পুলিশ। সেখানে বাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। মামলাটি করেছেন গনঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ শহরে গুলিতে আহত মো.মঞ্জিল মোল্লা।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।তিনি বলেন,গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামকে মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    গজারিয়ার ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিককে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার মুগদা এলাকার বাড়ি থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেন।পুলিশ তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। তবে তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তা তার পরিবারের সদস্যরা বলতে পারেনি। এ ঘটনায় তার পরিবারের সদস্য আতঙ্কিত বলে জানাগেছে।

    শফিউল্লাহ শফিক মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সঙ্গে রাজনীতি করেছেন এবং মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের আস্থাভাজন আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি পরপর দুইবার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, গতরাতে তাকে ঢাকার মুগদা বাসা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আটক করে মুগদা থানা পুলিশ কাছে দিয়ে দেয়। পরে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের একটি দল তাকে নিয়ে আসে। শফিউল্লাহ শফিককে মুন্সীগঞ্জের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…