এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ড জনমনে প্রশ্ন তৈরি করছে: রিজভী
  • বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ
  • সাবধান করার সময় আর নাই, হুঁশিয়ারি সারজিস আলমের
  • সচিবালয়ে ফায়ার ফাইটারকে চাপা দেওয়া ট্রাক চালক ও সহকারী আটক
  • আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির
  • তিন বিভাগে রাতের তাপমাত্রা কমার আভাস
  • সচিবালয়ের ৮তলায় মিলল পুড়ে যাওয়া কুকুরের দেহ
  • ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি
  • ডিমলা আ.লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২
  • অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    কবি নজরুল কলেজে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

    কবি নজরুল কলেজে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

    কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

    বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা। এরপর বিকালে কয়েকশ ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে অবস্থান নেয়। এসময় কলেজের মসজিদের পিছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

    পদবঞ্চিতদের অভিযোগ, নবগঠিত আহ্বায়ক কমিটিতে যোগ্য নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতারা পক্ষপাতিত্ব করেছেন। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেওয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার মোহম্মদ রহিম বলেন, দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে। এসময় তারা কলেজের গেটের সামনে টায়ার জ্বালিয়ে নানারকম স্লোগান দেয় । একপর্যায়ে বিকালের দিকে কয়েকশ ছাত্রদলের নেতা -কর্মীরা জড় হয় বাহাদুর শাহ পার্কের সামনে। এসময় ককটেল বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

    কলেজটির শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম জানান, আমরা কিছু জানি না। কে বা কারা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছে এবং ককটেল বিস্ফোরণ করেছে। আমরা আহ্বায়ক কমিটির নেতা-কর্মীদের নিয়ে বিএনপি পার্টি অফিসে এসেছি।

    এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আমি এ বিষয়ে এখনও কিছুই জানি না। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

    উল্লেখ, গত সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসানকে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…