বাগেরহাটে সৈয়দ মোকাম্মেল হোসাইন ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের দশানী এলজিইডি মোড় এর আনোয়ার ভিলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
সৈয়দ মোকাম্মেল হোসাইন ফাউন্ডেশন এর চেয়ারম্যান তাহেরা সুসান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ফাউন্ডেশন ভাইস চেয়ারম্যান সৈয়দা শায়লা শারমিন, ভাইস, প্রিন্সিপাল, বিএইচ খান স্কুল এ্যান্ড কলেজ, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মো. কামরুজ্জামান, দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ঝিমি মন্ডল, কৃষকদল নেতা সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, অ্যাডভোকেট শাহীনুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান।
এছাড়াও স্হানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময়ে উপস্হিত ছিলেন।
পিএম