কিশোরগঞ্জের ভৈরবে শিমূলকান্দি বাাজারে গভীর রাতে আগুনে পুড়ে ছাই হল একটি বেকারীসহ ৪টি দোকান।
শুক্রবার (১০ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বাজারে আল আমিন বেকারি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্থানীয়রা জানান, হটাৎ অগুনের লেলিহান শিখা দেখে সবাই দোকান ঘর আবার কেউ বাজার সংলগ্ন বাসা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পায় একটি বেকারীতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যেই আরও ৪টি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। স্থাণিয়রা সাধ্যমত চেষ্টা করে আগুন নেভাতে। ততক্ষণে ৪ দোকান আগুন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্শ হয়। গ্রামাঞ্চলের রাস্তা সরু হওয়ায় ইচ্ছে থাকলেও দ্রুত পৌছা সম্ভব হয়নি বললেন ফায়ার সার্ভিস ষ্টেশন ম্যানেজার। ভুক্তভোগীদের দাবী আগুনে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের টিম জানান, সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সরু রাস্তা ও ঘন ক’য়াশাচ্ছন্ন থাকায় ঘটনাস্থলে পৌছাতে কিছুটা বিলম্ভ হয়েছে এবং সেই সাথে পানি খুঁজে পেতেও বিলম্ব হয়। ধারণা করা যাচ্ছে বেককারী থেকে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপণ করা যায়নি।
এআই