এইমাত্র
  • দ্রুত নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল
  • সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশ
  • ল্যানসেটের গবেষণা বলছে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ৪১ শতাংশ বেশি
  • তামিমের পর সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচকরা
  • মাদারীপুরে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
  • ইউরোপকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত ট্রাম্প, অভিযোগ জার্মানির
  • ময়মনসিংহের ত্রিশালে শীতবস্ত্র বিতরণ
  • মোংলা বন্দর জেটিতে ভিড়লো ১৪২.৭০ মিটার দৈর্ঘ্যের জাহাজ
  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী
  • রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই: গভর্নর
  • আজ শনিবার, ২৮ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    প্রথম চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

    প্রথম চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম
    ছবি: সংগৃহীত

    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আগামী ২০-২৪ জানুয়ারি চীন সফর করবেন। তবে এই সফরে তিনি বেইজিং ছাড়াও সাংহাই সফরে যাচ্ছেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের বেইজিংয়ে চায়না ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য রাখবেন। এছাড়া সাংহাইয়ে সাংহাই ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তব্য রাখবেন। এছাড়াও বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধিতে চীনের সাংহাইয়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক করবেন।

    গত আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পরে পররাষ্ট্র উপদেষ্টার এটাই প্রথম দ্বিপাক্ষিক সফর। সে হিসেবে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে এ সফর একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

    পররাষ্ট্র উপদেষ্টার এই সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নকল্পে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রভৃতি ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে।

    বাংলাদেশ- চীন ২০২৫ সালে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে চলেছে। এ লক্ষ্যে উভয় দেশ বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছে। উপদেষ্টার এই সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের শুভ সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

    এর আগে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছিলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার। যদিও এই বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…