বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) বরিশাল জেলা কার্যালয়ে হামলা ও ভাংচুর করার প্রতিবাদে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র বরিশাল জেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান হিরু।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সদস্য কাউন্সিলর মজিবর রহমান, লিটন মজুমদার, তাইজুল ইসলাম সহ অনন্য সদস্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন, গত ৫ জানুয়ারি বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র বরিশাল জেলা শাখা নিজস্ব ভবনে প্রবেশ করে অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের মত ন্যাক্কার জনক ঘটনায় সমিতি’র কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে বরিশাল জেলা শাখা কর্তৃক দায়েরকৃত মামলায় এজহারভুক্ত আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
তারা আরও বলেন, ভাংচুর ও হামলার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ হামলাকারী এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তাই অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে পরবর্তীতে সারা বাংলাদেশের সকল ঔষধের দোকান বন্ধ রাখার মত কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে ঘোষনা করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র বরিশাল জেলা শাখার নেতৃবৃন্ধরা।
এআই