জয়পুরহাটে থানার লুণ্ঠিত ১২ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ৩টায় র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জয়পুরহাটের খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে ৭.৬২ মি.মি রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এইগুলি লুকিয়ে রেখেছিল তাদের সনাক্ত করে গ্রেপ্তার ও লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব।
এছাড়াও উদ্ধারকৃত আলামত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে জয়পুরহাট থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র-গুলি লুট করে দুর্বৃত্তরা।
এআই