এইমাত্র
  • সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • সংস্কার কমিশনগুলোর কাজের সময় বাড়ছে ১ মাস: উপদেষ্টা রিজওয়ানা
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা
  • তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধসহ পুনর্বাসনের দাবিতে সাংবাদিক সম্মেলন

    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম
    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

    অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধসহ পুনর্বাসনের দাবিতে সাংবাদিক সম্মেলন

    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

    পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধসহ পূর্ণবাসনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য।

    বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় কলাপাড়া রিপোর্টস ইউনিটতে অনুষ্ঠিত হয় এ সাংবাদিক সম্মেলন।

    এসময় ক্ষতিগ্রস্থ পারিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার কলাপাড়া উপজেলার মরিচবুনিয়া এলাকার আবুল খা। উপস্থিত ছিলেন- ক্ষতিগ্রস্থ হোসনে আরা বেগম।

    লিখিত বক্তব্যে আবুল খা বলেন, ২০১৪ সালে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ শুরু হয়। ২০১৮ সালে শুরু প্লান্টের নির্মাণ কাজ। অধিগ্রহণের শুরুতে অনেকের মতো আমাদের জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু গাছপালা, পুকুর, ঘরবাড়ির ক্ষতিপূরনের টাকা পরিশোধ করা হলেও অদ্যাবধি আমাদের ৫টি পরিবারের জমির মূল্য দেয়া হয়নি। এসব পরিবারকে আবাসনে পূর্ণবাসন করা হয়নি। এনিয়ে প্লান্টের দায়িত্বশীল অফিসার, জেলা ভূমি অধিগ্রহণ শাখায় একাধিকবার ছুটে গেলেও কোন প্রতিকার মেলেনি। এখন পরিবার পরিজন নিয়ে রাস্তার পাশে ঝুপড়ি ঘরে বসবাস করছি।

    আবুল খা বলেন, আবাসনে খালি ঘর থাকা সত্ত্বেও আমরা প্লান্টের দায়িত্বশীল অফিসাররা আমাদের ঘর বরাদ্দ দিচ্ছে না। অথচ আবাসনে এমন অনেক পরিবার রয়েছে যারা দুটি ঘর দখল করে রেখেছে।

    অপরভূক্তভোগী হোসনে আরা বেগম বলেন, সামীকে হারিয়েছি। ছেলে নেই। ৪ মেয়েকে বিয়ে দিয়েছি। বাড়ি ঘর হারিয়ে একা রাস্তার পাশে খেয়ে না খেয়ে দিন পার করছি।

    পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জজ তালুকদার বলেন, অধিগ্রহণ ভূমি অধিগ্রহণ শাখার বিষয়। বাড়িঘর হারা পরিবারের তালিকা শুরুতেই প্রস্তুত করা হয়েছে। তারাই পূর্ণবাসন পেয়েছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…