সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত রবিবার। এতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ। তার টেস্ট স্কোর ৯০ দশমিক ৫ এবং তার মেরিট স্কোর ১৯০ দশমিক ৫।
সানজিদের বাড়ি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামে। তারা তিন ভাই। মা খাইরুন্নেছা মোস্তারীসহ থাকেন চট্টগ্রাম নগরের মোহাম্মদপুর এলাকার ভাড়া বাসায়। তার বাবা ছিলেন কলেজশিক্ষক।
রবিবার ভর্তি পরীক্ষার ফল পাওয়ার পর সানজিদের ভাইয়েরা আনন্দে মেতে ওঠেন। তবে মায়ের চোখ ভিজে গিয়েছিল। সানজিদ বলেন, ‘ফলাফল জানানোর পর কান্নায় ভেঙে পড়েন মা। খুশিতে আত্মহারা হয়ে যান আমার দুই ভাই। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন।’
জানা গেছে, ২০১৪ সালে কোলন ক্যানসারে মারা যান তার বাবা। এই মৃত্যু তাকে নাড়া দিয়েছিল। তারপর সিদ্ধান্ত নেন মেডিকেলে পড়বেন, চিকিৎসক হবেন।
সানজিদ বলেন, ‘কলেজে ওঠার পর সিদ্ধান্ত নিলাম চিকিৎসক হব। ক্যানসার নিয়ে কাজ করব। সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগোলাম মাত্র। এখন আসল যুদ্ধ শুরু হবে।’
তিনি বলেন, ভর্তি পরীক্ষার আগে গড়ে মাত্র পাঁচ ঘণ্টা ঘুমাতেন। বাকি সময় পড়ার মধ্যে ডুবে থাকতাম। ইংরেজি পড়তে গিয়ে বেগ পেতে হতো। ভয় ছিল, ইংরেজিতে নম্বর তুলতে পারব না। শেষ পর্যন্ত ভালো ফল করাই সবাই খুশি।’
২০২২ সালে চট্টগ্রাম নগরের সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেন সানজিদ। জিপিএ-৫ নিয়ে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। ২০২৪ সালে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন তিনি। সানজিদ বলেন, ‘কলেজে ভর্তি হওয়ার পর চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। পত্রপত্রিকা পড়ার অভ্যাস রয়েছে। পত্রিকায় চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদনগুলো মনোযোগ দিয়ে পড়েছি। এরপর ভর্তি পরীক্ষার জন্য নাওয়া–খাওয়া ভুলে শুধু পড়েছি।’
এবি