এইমাত্র
  • তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ
  • জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ফেরেশতাদের শব্দ রেকর্ড করলো নাসা!
  • হলিউডে অভিষেক হতে যাচ্ছে দিশা পাটানির
  • আওয়ামী লীগ একটি গণহত্যাকারী সিন্ডিকেট: জামায়াত আমির
  • বাংলামোটরে বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি
  • কাজ বা জুটি নিয়ে ভাবনা নেই অভিনেত্রী তাসনুভা তিশার
  • না ফেরার দেশে সংগীতশিল্পী মনির খানের বাবা
  • মাদ্রাসায় ২য় শ্রেণীতে ১ জনকে নিয়েই পাঠদান, অনুপস্থিত ৩য় ও ৪র্থ শ্রেণির সকল শিক্ষার্থী
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবক নিহত
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ হাসপাতালে পানির সংকট কেটেছে, স্বস্তিতে রোগীরা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

    সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জ হাসপাতালে পানির সংকট কেটেছে, স্বস্তিতে রোগীরা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

    কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার অন্যতম চিকিৎসাকেন্দ্র কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ হাজার ৫০০ রোগী বহির্বিভাগে ও আন্তঃবিভাগে চিকিৎসা নিয়ে থাকে। এর মধ্যে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ জন বহির্বিভাগে এবং প্রায় সাড়ে ৩০০ রোগী আন্তঃবিভাগে ভর্তি থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করে চিকিৎসা নিয়ে থাকেন।

    টানা তিনদিন ধরে পানির সংকট ছিল কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। সোমবার রাতে নতুন মোটর লাগানোর পর পানির সংকট কেটেছে। পানি না থাকায় গত তিনদিন চরম ভোগান্তিতে ছিল চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

    ‘দুইদিন ধরে পানি নেই সরকারি হাসপাতালে, দুর্ভোগে রোগীরা’ শিরোনামে গত রবিবার (১৯ জানুয়ারি) সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। পরে কোনো উপায় না পেয়ে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তা নেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৮ হাজার ৬০০ লিটার পানি হাসপাতালের পানির ট্যাংকিতে সরবরাহ করে। এতে এই হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের সাথে আসা স্বজনদের কিছুটা হলেও এই চরম দুর্ভোগ থেকে রেহাই পায়। এই উপকার করায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী এবং তাদের স্বজনরা।

    মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হাসপাতাল ঘুরে ও রোগীদের সঙ্গে কথা বলে এই তথ‌্য নিশ্চিত হওয়া গেছে। রোগী এবং তাদের স্বজনরা জানিয়েছে, এখন তারা পর্যাপ্ত পানি পাচ্ছেন। তাদের পানি নিয়ে আর দুর্ভোগ পোহাতে হচ্ছে না। পানির মোটর বিকল হয়ে যাওয়ায় হাসপাতালটিতে গত শনিবার বেলা ১১টা থেকে শৌচাগারসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানি সংকটে শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে হাসপাতালে। টানা দুই দিন বিকল হয়ে যাওয়া মোটরটি সচল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ফায়ার সার্ভিস ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মাধ্যমে পানি সরবরাহের চেষ্টা করা হয়। কিন্তু তাতে প্রয়োজন মেটেনি। অবশেষে নতুন মোটর লাগানোর পর পানির সংকট কেটেছে।

    হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, গত তিনদিন পানি সরবরাহ বন্ধ থাকায় নিচতলায় মসজিদের পাম্প থেকে পানি নিয়ে কাজ করতে হয়েছে। পর্যাপ্ত পানি ব্যবহার করা সম্ভব হয় নাই। হাসপাতালের মেঝে পরিষ্কার এবং রোগীদের বিছানার চাদর ও অন্যান্য কাপড়ও পরিষ্কার করা কষ্টকর হয়েছে। বহির্বিভাগের চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনে পানি ব্যবহার করতে পাড়ে নাই। হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছি। আমাদের আর পানি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

    কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে তারা হাসপাতালে পানি দিতে অনুমতি দেয়। পরে আমরা দুই গাড়ি পানি সরবরাহ করি।

    কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের নিউজটি দেখার পর দ্রুত পানির নতুন মোটর লাগানো চিন্তা করি। তবে আমরা আমাদের অবস্থান থেকে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছি। সোমবার রাতে একটি নতুন মোটর লাগানোর পর পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন রোগীরা পানি পাচ্ছে, পানি নিয়ে আর দুর্ভোগ পোহাতে হচ্ছে না রোগীদের।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…