এইমাত্র
  • কটিয়াদীতে পুলিশের হাতে মৃত্যুর অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে হত্যা মামলা
  • ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
  • কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
  • বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত
  • বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না: আমীর খসরু
  • ঢাবিতে মেহগনি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আওয়ামী লীগ জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে: মঈন খান
  • জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়
  • ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    খেলা

    দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের প্রতিশোধ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

    দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের প্রতিশোধ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

    সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিধ্বস্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাংলাদেশ নিল প্রতিশোধ। তাতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো টিকে রয়েছে।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেই বাংলাদেশ সরাসরি পাবে নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। সেন্ট কিটসে গত রাতে দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ রীতিমতো বিধ্বস্ত হয়েছে। ৬০ রানে জিতে ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। তাতে ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৭ নম্বরে। ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে।

    সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ ২০০ রানের লক্ষ্য দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। ১৮৫ রানের লক্ষ্যে নেমে ১১ রানেই ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের শেষ বলে কিয়ানা জোসেফকে ফেরান মারুফা আকতার। এরপর দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন হেইলি ম্যাথুস ও শিমেইন ক্যাম্পবেল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডিজের ইনিংস এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৮৫ রানে ৯ উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান করেন ক্যাম্পবেল।

    ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আকতার। ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা ২টি করে উইকেট নিয়েছেন।

    এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুস। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে এবার পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। ৪৮.৫ ওভারে ১৮৪ রানে গুটিয়ে গেছে জ্যোতির দল। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন জ্যোতি। ১২০ বলের ইনিংসে মারেন ৫ চার।

    দ্বিতীয় ওয়ানডেতে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ২০২২-২৫ নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ২২ ম্যাচে পয়েন্ট ১৬। তারা অবস্থান করছে ৯ নম্বরে। সেন্ট কিটসে আগামীকাল দিবাগত রাত ১২টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ জিততে না পারলে জ্যোতিদের বাছাইপর্ব খেলে কাটতে হবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…