কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বাজিতপুরের বাঁশ মহল এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে তারা এসময় ‘অবৈধ কমিটি, মানি না, মানি না, ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না’ এধরনের নানা শ্লোগান দিতে থাকে।
বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস মীর জলিল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সাবেক সাংসদ মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী মঞ্জুরুল হক খোকন প্রমুখ।
বক্তারা এসময় ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে মর্মে অভিযোগ করে বলেন, আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ, বর্তমানে অবৈধ মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা একটি বাড়িতে বসে পকেট কমিটি দিচ্ছে। যাদের ১৭ বছর পাশে পায় নি এবং বিগত আন্দোলনে কোন ভুমিকা ছিল না।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ সঞ্চালনায় বক্তারা আরও বলেন, বর্তমান অবৈধ মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও যুগ্ম আহ্বায়ক মনির তাদের মনমতো টাকার বিনিময়ে পকেট কমিটি করছে। ইকবাল ও মনির আওয়ামী দোসরদের সুযোগ দিয়ে বাজিতপুরে পুনর্বাসনের জন্য এসব কমিটি করছে। অবিলম্বে অবৈধ বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি জানান, দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়ার হুশিয়ারি দেন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বাজিতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পিএম